ধূপগুড়িতে চা-শ্রমিকের বাড়িতে দুপুরের খাবার খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে সাদামাটা খাবার। তার দুপুরের পাতে ছিল ডাল, ভাত, আলুপোস্ত, আলু পানির, পটল সবজি চাটনি এবং পাপড় ভাজা। একেবারে যে খাবার মোগলকাটা চা বাগানের বাজার লাইনের চা শ্রমিক দেওথান ওরাও পরিবার খেলেন সেই একই ধরনের খাবার খেলেন শুভেন্দু অধিকারী। বলা যেতে পারে একেবারে মন ভোরে খাবার খেলেন বিরোধী দলনেতা।