'এখানে জঙ্গিদের সরকার চলছে। জঙ্গিদের সরকারের মুখ সিদ্দিকুল্লা আর ফিরহাদ হাকিম। মুখোশ মমতা বন্দ্যোপাধ্যায়'। রবিবার এ কথা বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'জঙ্গিদের সরকার চলছে। শওকত মোল্লার ক্যানিংয়ে ধরা পড়েছে পাকিস্তানি জঙ্গি। এখানে সব ভোট পায় তৃণমূল'।