বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে খুন করেছে মৌলবাদীরা। তার প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল শুভেন্দু অধিকারীর। মিছিলে ছিলেন সাধু-সন্তুরাও। শুভেন্দু মিছিল থেকে হুঁশিয়ারি দেন বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারকে। বলেন, 'যদি দীপু দাস-সহ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ১ কেজি পেঁয়াজও ওপারে যেতে দেব না।'