পরিবহণ দফতর সম্প্রতি জানিয়েছে, এখন থেকে টোটো চালাতে হলে সরকারের দেওয়া রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হবে। রেজিস্ট্রেশনের জন্য চালকদের দিতে হবে ১,০০০ টাকা ফি, এবং প্রতি মাসে আরও ১০০ টাকা করে দিতে হবে। মঙ্গলবার এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, 'টোটোচালকরা এক টাকাও দেবেন না। আমরা বিজেপি তাঁদের পাশে আছি।'