'জঙ্গিপুরে কী হল? পুরসভা আপনার। সাংসদ আপনার, বিধায়ক আপনার। সেখানে পুলিশের গাড়ি পোড়ান হল। মোথাবাড়ি নিয়ে আপনার মুখে একটাও শব্দ নেই কেন?' প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, 'শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন'।