'আমি বলতে পারব না। অন্য কারও কাজ নিয়ে মন্তব্য করি না'। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিকাশভবন অভিযান নিয়ে দূরত্ব বজায় রাখলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন,'গোটা বাংলার মানুষ জানে, এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। সুপ্রিম কোর্ট যোগ্য-অযোগ্য বেছে দেওয়ার সুযোগ দিয়েছিল। মমতার পদত্যাগের বাইরে কোনও কথা হতে পারে না। সরকার গঠনের এক মাসের মধ্যে সিবিআই যে হার্ডডিস্ক গাজিয়াবাদে উদ্ধার করেছে, সেখান থেকে যোগ্য-অযোগ্য বেছে নেব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ'।