ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের খুশি। এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন,'সুপ্রিম কোর্টে বিজেপির কর্মচারী পরিষদ এই মামলার পক্ষ। তাদের আইনজীবীর ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম আমি। পরমজিৎ পাটিওয়ালার ব্যাপক লড়াই করেছেন। দুটো জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে, ডিএ কর্মীদের অধিকার। ১৬ সাল থেকে যে লড়াই করছেন, তার জয় হয়েছে'।