গড়চিড়ৌলি, গোতিন্ডা, চন্দরপুর সহ একাধিক এলাকায় বাস করে বাঙালি মতুয়া সম্প্রদায়। এই সম্প্রদায়ের গড়চিড়ৌলিতে রয়েছে ৪৮টি গ্রাম যেখানে তাদের সংখ্যাধিক্য। এরা বাংলায় কথা বলেন এবং এবারেও তারা BJP- কে ভোট দেবেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে মতুয়াদের জমির সমস্যার সমাধান BJP করবে। এই সমস্যা সমাধানের আশ্বাসে মতুয়ারা BJP কে পূর্ণ সমর্থন দিচ্ছেন। মতুয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরেই জমির সমস্যায় ভুগছে, যা তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার পর থেকেই রয়ে গেছে। এবার এই সমস্যার নিস্তার পেতে মুখিয়ে রয়েছে মতুয়া সম্প্রদায়।