সোমবার, ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার আগেই পাল্টা মঙ্গলবার সেখানে সভার কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো মঙ্গলবার, সেখানে গিয়ে সভা করেন বিরোধী দলনেতা। সভার আগে মঞ্চের নিচে থাকা আন্দোলনকারী মহিলাদের শাল উপহার দেন তিনি। তখনই দেখা যায় রীতিমতো হাত মুঠো কের তিনি মহিলাদেশের উদ্দেশে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যছাড়া করার বিষয়ে। উপস্থিতি মহিলারাও শুভেন্দু অধিকারীকে প্রতিশ্রুতি দেন। আসুন দেখে নেব সেই ভিডিও আরও একবার।