মুখ্যমন্ত্রী একদিকে ভাষণ দিচ্ছেন, আর তারই সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিবাদীরা। আর তা দেখে রেগে মাঝপথে মিটিং থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। আর সেই নিয়ে মজা করে মুখ্যমন্ত্রীকে ছোট করতে তারই মিটিং-এর একটি Video কেটে তার মধ্যে বেশ কিছু কমেন্ট অ্যাড করে সেটা নিজের Social Media য় পোস্ট করেছেন Suvendu Adhikari। আর যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও।