হুগলির রিষড়ায় পূর্ণমকুমার সাউয়ের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, 'পূর্ণমকুমার সাউ আসার পর আমরা পদ্মফুলের মালা পরিয়ে যাব'। সেখানে গানের আসরও বসল। কোরাসে চলল, 'অ্যায় ওয়াতন তেরে লিয়ে...।'