মালদহে ফের টার্গেট তৃণমূল নেতা। দাপুটে জেলা পরিষদ সদস্যকে শুট আউটের ব্লু প্রিন্ট? জানে শেষ করার চক্রান্ত। চক্রান্তে শামিল বিহারের দাগী অপরাধীরা। শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেইকি করা হয় বলে অভিযোগ। চক্রান্তের খবর পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা। আতঙ্কে রয়েছে ওই তৃণমূল নেতার গোটা পরিবার। নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ বিরোধীদের। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি মানতে নারাজ তৃণমূল। অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলে।