ছোট মেয়ে স্কুর্টি কিনে দেওয়ার আবদার করেছিল বাবার কাছে। চার বছর ধরে জমিয়ে খুচরো ভর্তি জার নিয়ে শোরুমে হাজির হলেন চা দোকানি বাবা। খুচরো ভর্তি সেই প্লাসটিকের জার থেকে বেরোল ১০ টাকার কয়েনে ৬৯ হাজার টাকা। এছাড়া ছিল বেশকিছু পাঁচশো-একশোর নোটও। অবশেষে সেই ১০ টাকার জমানো কয়েন দিয়েই মেয়ের আবদার মেটালেন সেই চা-দোকানি। মেয়ের জন্য কিনলেন একটি স্কুটি।