মাঝে কেটে গেছে 6টা বছর। 2018 সালে কাঁচাবাড়ি থাকায় বাড়ির জন্য আবেদন করেছিলেন এক গৃহশিক্ষক। কিন্তু 2024-এ এসেও এখনও পর্যন্ত ঘরের দেখা নেই। কিন্তু তার মধ্যে পাকা বাড়ি হয়ে যাওয়ার কারণে ব্লক প্রশাসনের কাছে নিজের নাম বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। আর এই ঘটনা সামনে আসতেই রীতিমত হইচই পড়ে গিয়েছে। আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করে সেই বাড়ি আসতে আসতে 6 বছরে কেন কেটে গেল? তাও আবার কোথায় ঘটেছে? শাসকদলের সেকেন্ড ইন কমান্ড অভিযোক বন্দ্যাোপাধ্য়ায়ের গড়ে। আর তাতে করে মুখ পুড়েছে শাসকদলের।