২০২৫-এর শেষ লগ্ন। সামনেই ২০২৬। আর এই বর্ষ শেষের মরশুমে ঝোড়ো ব্যাটিং করছে শীত। এই পরিস্থিতিতে আরও নামল তাপমাত্রা। রবিবারের চেয়ে সোমবার তাপমাত্রার আরও পতন হয়েছে। জানেন সোমবার শহর Kolkata ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে? হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। সঙ্গে রয়েছে কুয়াশা।