ধীরে ধীরে জাঁকিয়ে বসছে শীত। ভোরে ও রাতে শিরশিরে ঠান্ডা টের পাচ্ছেন কলকাতা সহ রাজ্যবাসী। ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে শহর কলকাতার পারদ। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে তাপমাত্রার পারদ আরও নামতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।