২০২৬-এর বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসকদল তৃণমূলের নয়া হাতিয়ার বাঙালিয়ানা। বিজেপির হিন্দুত্ব ট্রাম কার্ড ভাঙাতে এই পদক্ষেপ করেছে তৃণমূল। কেন্দ্রীয় সরকারকে এনিয়ে রাজ্যসভায় বে কয়েকটি প্রশ্ন করেছেন তৃণমূলের সাংসদ শামিরুল ইসলাম। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্তা করা হচ্ছে সেই বিষটি তুলে ধরে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন।