বাংলার বন্যাকে আবার ম্যানমেড বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কথা বলার সময়ই ২০০৯ সালের একটি ঘটনার কথা সামনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'তখন আমি রেলমন্ত্রী ছিলাম। আমি কথাটা বলেছিলাম কারণ আমি শুনেছিলাম একটি রেল আসতে আসতে ফরাক্কায় পৌঁছতে পৌঁছতে অর্ধেক ট্রেন জলে ডুবে গেল। আমায় ফোন করা হল, এত প্যাসেঞ্জার মরে যাবে। ইঞ্জিন চলছে না। আমি বললাম মোটা মোটা দড়ি জোগাড় করো টেনে টেনে নিয়ে এসো।'