ঘাটাল শিশু মেলা নিয়ে তৃণমূল সংসদ দেবের সামনেই দু’পক্ষের ব্যাপক মারপিট। দুই গোষ্ঠীর মধ্যে লাঠালাঠি। মাথা ফেটে লাল রং-এ ভেসে গেল গা। ঘাটালের এই পরিস্থিতি নিয়ে রীতিমত বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে যে গোষ্ঠীদ্বন্ধ সেটাকে একেবারেই ভালো চোখে নিচ্ছে না তৃণমূল হাইকমান্ড। শনিবার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। আর রবিবার দুপুরের মধ্যে হঠাৎ করে ধুন্ধুমার পরিস্থিতি দলেরই অন্দরে। দেব এবং শংকর দলুই-এর গোষ্ঠীদ্বন্ধের যে ছবি সামনে এসেছে তা কিন্তু গোটা রাজ্যের মানুষ দেখল। ঘাটালের এই পরিস্থিতি নিয়ে রীতিমত বিরক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।