পাড়ায় সমাধান কেমন চলছে তা দেখতে উত্তরপাড়ায় আসেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেদিন স্থানীয় বিধায়ক কাঞ্চন মল্লিককে দেখা যায়নি। উত্তরপাড়ার তৃণমূল কর্মী কাউন্সিকরদের একাংশের অভিযোগ ছিল কাঞ্চন মল্লিককে দেখা যায় না। তাঁকে সিনেমায়, শুটিং এ দেখা যায় কিন্তু বিধায়ক হিসাবে উত্তরপাড়ার মানুষ তাঁকে পায় না। প্রসঙ্গত কয়েকদিন আগেই একটি সিনেমার শুটিং এ দেব, মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনেতা কাঞ্চন উত্তরপাড়ায় এসেছিলেন। বহিরাগত বিধায়ক নিয়ে উত্তরপাড়াবাসী এমনকি শাসকদলের কর্মীদের মধ্যে ক্ষোভ আছে।