গোয়ায় ক্ষমতায় এলে চালু হবে 'গৃহলক্ষ্ণী কার্ড'। এমনই পরিকল্পনা করেছে তৃণমূল। তাদের এই প্রকল্পকে বিঁধলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তৃণমূল ঘোষণা করেছে, গোয়ায় ক্ষমতায় এলে, মহিলাদের মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। তারা আনবে গৃহলক্ষ্ণী কার্ড। অনেকটা একই রকমের প্রকল্প চালু হয়েছে বাংলায়। সেটা হল 'লক্ষ্মীর ভাণ্ডার'। এই প্রকল্পে মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য় করা হয়। এদিন জয়প্রকাশ মজুমদার কটাক্ষ করেন, গোয়ার মায়েদের জন্য ৫ হাজার টাকা বলেছেন। আর বাংলার মায়েরা মাত্র ৫০০ পাচ্ছেন। গোয়ার মায়েরা ৫ হাজার পাবেন। এটা আমাদের মনে হচ্ছে, বাংলার মায়েদের অপমান। এমনিতেই রাজ্যটা বিকিয়ে গিয়েছে। অনুরোধ করব, দিদি, আপনি বাংলার মায়েদের জন্যও ৫ হাজার টাকা করে দিন। তা হলে তাঁদের সম্মান বাঁচবে।