BLO-র ছদ্মবেশে এবার মালদহের tmc নেতা। আর তাঁকে হাতেনাতে ধরে ফেলল আজ তক বাংলা। ধরা পড়ে TMC নেতার আজব দাবি শুনলে আপনিও অবাক হবেন। তাঁর দাবি তিনি যা করছেন তা প্রশাসনের অর্ডারে করছেন। অর্থাৎ ওই তৃণমূল নেতা মতিউলের কথা অনুযায়ী তৃণমূল নেতা হয়েও BLO হওয়ার বিষয়টা নাকি দল তাঁকে বলেছে? আমরা যেহেতু নিরপেক্ষ গণমাধ্যম। তাই আমরা প্রশ্ন রাখতেই পারি, যে তাহলে কি এতোদিন ধরে এই এসআইআর নিয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি যা কিছু বলেছে, সেই অভিযোগই কি সত্যি? অর্থাৎ তাহলে কি সত্যিই রাজ্যে ভুয়ো বাংলাদেশি মুসলিম,রোহিঙ্গা ভোটার ভোট দিয়ে আমার আপনার ডোমোগ্রাফিটাই বদলে দেওয়ার ষড়যন্ত্র করছে? আর তাই জন্যই কি তৃণমূল এসআইআর নিয়ে এতো আপত্তি করছে। বিষয়টা ভাবার রয়েছে।