সরকারি জায়গায় তৈরি হচ্ছে ঘর। বাকি ছাদ ঢালাই। প্রায় 12 টি ছোট ছোট ঘর। জানা যাচ্ছে এগুলি নাকি দোকান ঘর হিসাবে ভাড়া দেওয়া হবে। কিন্তু এই কাজের বিষয়ে কোনও খোঁজ খবরই নেই ব্লক আধিকারিকের কাছে। অথচ সরকারি জায়গায় সরকারি দেওয়াল ব্যবহার করেই হচ্ছে নির্মাণ। সামনে থেকে দেখলে মনে হবে বাউন্ডারি ওয়ালের উপর সরকারি কোনও নির্মাণ হচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নির্মাণ সামগ্রী। কিন্তু এ সব বিষয়ে নাকি জানতেনই না কোনও সরকারি আধিকারিক। যদিও স্থানীয়দের দাবি, সরকারি জমিতে বেআইনিভাবে দোকানঘর নির্মাণ করে তা বিক্রি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ নেতারা। এই ঘটনা পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ ব্লকের বড়শুল নতুন বাস স্ট্যান্ড এলাকার। সরকারি এলাকায় দোকান ঘর নির্মাণ ও টাকার বিনিময়ে দোকান ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এমন কি অভিযোগ ইতিমধ্যেই ঘরের দর উঠেছে লাখের উপর।