বাংলায় এবার বাবরি মসজিদ বানাতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে মসজিদ ট্রাস্ট তৈরি করে আগামী কয়েক বছরের মধ্যেই মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' বানাতে চান তৃণমূলের এই বিধায়ক। হুমায়ুন বলছেন পশ্চিমবঙ্গেই হবে নতুন বাবরি মসজিদ। বাংলার মুসলমানরা বাংলায় একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করবেন ৬ ডিসেম্বর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। । তৃণমূল বিধায়কের কথায়, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনও দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথাও মসজিদ তৈরি নিয়ে কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান।