ফের গান গেয়ে মঞ্চ মাতালেন বিধায়ক মদন মিত্র। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নং ব্লকের উচালন কৃষি-শিল্প, মৎস্য , প্রাণি ও সাংস্কৃতিক মেলা ২০২২ এর উদ্বোধনে এসেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। ছিলেন টিএমসি যুব কংগ্রেসের রাজ্য সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষও। সেখানেই ফের একবার রঙিন রূপে ধরা দিলেন বিধায়ক মদন মিত্র। গান গেয়ে মন জয় করলেন গ্রামবাসীর। দেখুন ভিডিও।