নতুন বছরের প্রথমেই ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য বড় উদ্যোগ গ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে আজ থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ নামের এক বিশেষ স্বাস্থ্য শিবির। ২ জানুয়ারি এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করলেন অভিষেক, যা চলবে প্রায় ৭৫ দিন। এই প্রকল্পের মাধ্যমে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভায় একযোগভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে, যাতে সাধারণ মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা সুবিধা লাভ করতে পারেন।