তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত থাকলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরূপ মতামত থাকাকে কটাক্ষ করে তিনি বলেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ সর্বক্ষণের। এই পদে থেকে কারও ব্যক্তিগত কোনও মত থাকতে পারে না। আর থাকলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধাচরণ করা।' পাশাপাশি নির্বাচন নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতামতকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বলেন, ‘সরকারের নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করেন। এমন কোনও কাজ করা উচিত নয় যাতে মমতার কার্যকলাপে হস্তক্ষেপ করা হয়। মানুষ মমতাকে দেখেই ভোট দিয়েছেন। সবাই মমতার জন্যই ভোট পেয়েছেন।’ পাশাপাশি এদিন কুনাল ঘোষ কেও তীব্র কটাক্ষ করেন তিনি।