তিনি দলের সাধারণ সম্পাদক বলে কথা। দলীয় কর্মসূচিতে জেলায় জেলায় ব্যস্ত। তাঁর গাড়ির সামনে হঠাৎ করে এসে সিন ক্রিয়েট করলে তার ফলও তো ভোগ করতে হবে। যে ফলটা ভোগ করতে হল ঘাটালের এক TMC নেতাকে। সাসপেন্ড করা হল সুলেমান খান নামে ওই ব্যক্তিকে। অভিষেকের সঙ্গে ভুল ব্যবহার করলে তো শাস্তি পেতেই হবে। ঝাঁপ দিয়ে অভিষেকের সঙ্গে কথা বলার চেষ্টা করে সাসপেন্ড হলেন ঘাটালের TMC নেতা। ওই নেতা দলের সেকেন্ড ইন কমান্ডের গাড়ি আটকে তাঁর কাছে নালিশ জানাতে চেয়েছিলেন। তাও আবার দলের বিরুদ্ধেই। ফলে সাসপেনশনের মুখে পড়তে হল তাঁকে। দল সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে নটা নাগাদ ঘাটালের বীরসিংহ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘাটালে বিদ্যাসাগর হাইস্কুল মাঠে তাঁবুতে ফিরছিলেন। সে সময় ঘাটালের জলসরায় চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে ঝাঁপ দিয়ে কনভয় আটকানোর চেষ্টা করা হয়। সুলেমন খান সহ আরও কয়েকজন ওই সময় কনভয় আটকে স্লোগান দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবেন না। ফলে সুলেমন খানকে সাসপেন্ড করা হল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনই বলেছিলেন, এই কাণ্ড করার জন্য তাঁকে দল থেকে বের করে দেওয়া হবে।