তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ জলপাইগুড়ির মালবাজারে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে টারায় জ্বালিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, মালবাজার পৌরসভার তৃণমূলের সংশোধিত প্রার্থী তালিকা ঘোষণা হতেই, বিক্ষোভ শুরু হয় তৃণমূলের একাংশের মধ্যে। তাদের অভিযোগ, ব্যক্তিস্বার্থে প্রার্থী তালিকা পরিবর্তন করা হয়েছে। এরই প্রতিবাদে এদিন মালবাজার কলটেক্স মোড়ের সামনে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা।