দু’জনেই জীবিত, অথচ খসড়া ভোটার তালিকায় তাঁরা মৃত— এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। জানা গিয়েছে, ফলিমারী গ্রাম পঞ্চায়েত এলাকার দুই রাজবংশী সম্প্রদায়ের ভোটার অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে SIR-এর খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে।