রাজনীতির প্রেক্ষাপটে কে কার বন্ধু কে কার শত্রু বোঝা মুশকিল। ভাবছেন তো কেন এই কথা বলছি। কারণ ভাঙড়ের রাজনীতির প্রেক্ষাপটটা যদি আপনি একটু কাছ থেকে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। একটা সময় ছিল যখন কাইজার এবং আরাবুল ছিলেন একেবারে বিপরীত মেরুতে। এবার সেই দ্বন্দ্ব ভুলে শওকাত মোল্লার বিরুদ্ধে লড়তে একসঙ্গে এলেন কাইজার এবং আরাবুল।