জঙ্গলের হাতির পালের তাণ্ডবের মুখে গ্রামের পরে এবার শহরের বাসিন্দারা ৷ খাবারের সঙ্কট হওয়াতে হাতিরা এবার মেদিনীপুর সদরে মেদিনীপুর শহর অভিমুখী বলে জানতে পেরেছে বনদফতর ৷ এই পরিস্থিতি জটিলতা তৈরী করতে পারে ৷ প্রাণহানিও বাড়তে পারে ৷ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদরের জঙ্গলের ভেতরে ১০ কিমি জুড়ে বিদ্যুতের বেড়া তৈরী করছে বনদফতর ৷ সৌরশক্তি পরিচালিত বিদ্যুত দিয়ে এই বেড়া লাগানো হচ্ছে ৷ কাজ চলছে প্রায় তিন সপ্তাহ ধরে ৷