Biriyani কিনতে এসে কথাকটাকাটির সূত্রপাত। আর সেই থেকেই মারধর বোমাবাজি। রবিবার, ২৫ জানুয়ারি এই ঘটনাটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলেকায়। দুপক্ষের মারধর চলাকালীন একটি বাড়ির উপর থেকে বোমাবাজি ও ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। ঘ়টনায় জখম হন কয়েকজন। ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা থাকায় এলাকায় টহল দেয় পুলিশ ও ব়়্যাফ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্য Howrah র Tikiapara এলাকায়।