করোনা আবহে ভার্চুয়ালি জামাই ষষ্ঠী সারলেন রানাঘাটের সৌম্য মজুমদার। করোনার শৃঙ্খল ভাঙতে ইতিমধ্যেই রাজ্য সরকার বিধিনিষেধের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে। বন্ধ গণপরিবহন। এমতাবস্তায় শ্বশুরবাড়ি জামাইষষ্ঠী করতে যাওয়া সত্যিই চিন্তার বিষয়। তাঁর ওপর করোনার আতঙ্ক তো আছেই! একই সঙ্গে জামাই ষষ্ঠীর দিন দোসর হয়েছে বৃষ্টি। এই সমস্ত প্রতিকূল আবহাওয়াকে জব্দ করতে ভার্চুয়ালি জামাইষষ্ঠী সারলেন জামাইরা।