এ এক অন্য ফুটবল ম্যাচ দেখল রবিবারের শিলিগুড়ি। খেলোয়াড়দের নিয়ে উচ্ছ্বাসে ভেঙে পড়ল গোটা এলাকা। অংশগ্রহণকারীরা দৃষ্টিহীন। তাতে কী! সে সব বাধা হেলায় উড়িয়ে দিলেন তারা। গোল করলেন, মন জয় করলেন। দেখিয়ে দিলেন, ইচ্ছাটাই আসল। সেখানে কোনও বাধাই কাজে আসতে পারে না। নিজের ওপর বিশ্বাস আর ইচ্ছাশক্তির জোর কী করতে পারে, তা ফের তাঁরা দেখিয়ে দিলেন। তাঁদের জন্য যে কোনও প্রশংসাই কম রাখে। খালি বলা যেতে পারে, তাঁরা সবাই উদাহরণ। প্রতিযোগিতার নিয়ম মেনে হয়তো হয়তো একটি দল জিতেছে। তবে আসলে সবাই বিজয়ী। এ নিয়ে কারও মনে কোনও সন্দেহ নেই। কারণ তাঁরা সবাই মন জয় করে নিয়েছেন। তাঁদের এই ম্যাচ সবাইকে অনুপ্ররণা দেবে। এ এক অসাধারণ নজির তৈরি হল।