অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর জমি বিবাদের মাঝেই নোবেলজয়ী অর্থনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরে পৌঁছেই অর্মত্য সেনের বাড়ি ‘প্রতীচী’তে মুখ্যমন্ত্রী যান মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন জমি বিবাদ নিয়ে। অর্মত্য সেনের বাড়িতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী জানালেন, জমি নিয়ে যে দাবি করা হচ্ছে তা মিথ্যে। পরিস্থিতি বিবেচনা করে অমর্ত্য সেনকে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।