খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকে নানা ঘটনা উঠে আসছে। সামনে আসছে নানা অভিযোগ। তবে এবার যে ঘটনার কথা আপনাদের বলব, সেটি বিশেষভাবে চর্চায় চলে এসেছে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোলও পড়ে গিয়েছে। খসড়া ভোটার তালিকায় মৃত বলে উল্লেখ করায় এর আগে ক্ষোভে শ্মশানে হাজির হয়েছিলেন হুগলির এক কাউন্সিলর। আর এবার খসড়া তালিকায় 'মৃত' বলে উল্লেখ করায় সটান শববাহী গাড়িতে ওঠার চেষ্টা এক ভোটারের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়ায়।