উধাও হয়ে গেছে বুথের 2002 সালের ভোটার তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও নেই বুথের ভোটার তথ্য। কোথাও মিলছে না এই সালের ভোটার তালিকা, না ব্লকে না মহকুমা দপ্তরে এমনকি জেলা স্তরেও।ফলে SIR আবহে তালিকা না পাওয়া ভোটার দের মধ্যে তৈরী হয়েছে চরম উৎকণ্ঠা। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা 1 নম্বর পঞ্চায়েতের বেলগাছি 249 নম্বর বুথের ঘটনা।বুথে থাকা 946 জন ভোটার এখন বিপাকে। যদিও কালনা মহকুমা শাসক জানিয়েছেন, কোনো কারণে মিসিং হয়ে গেছে। দ্রুত আপলোড করা হবে।