সপ্তাহের শুরুতেই রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। বর্তমানে ওড়িশায় অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা। আগামী সপ্তাহের মাঝামাঝি ফের রাজ্যে প্রবেশ করবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার ফলে এবারের পুজোর মুখে বৃষ্টি ও তাপমাত্রা দুই বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।