এই মুহূর্তে West Bengal র North Bengal ও South Bengal র জন্য উল্লেখযোগ্য তেমন কোন ওয়েদার সিস্টেম নেই। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ শুষ্ক আবহাওয়া থাকবে আগামী সাতদিন। ১৮ থেকে ১৯ অক্টোবর উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, উত্তর 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।