সকাল থেকেই মুখ ভার কলকাতার আকাশের। সঙ্গে টিপ টিপ বৃষ্টিও চলছে। যেকোনও সময় শুরু হয়ে যেতে পারে ঝমঝমিয়ে বৃষ্টিও। হাওয়া অফিস বলছে, আগামী দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ও উত্তরের ৫টি জেলায়। সেইসঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। এর প্রভাব পড়বে বাংলাতেও। নিম্নচাপের বৃষ্টি কতদিন চলবে? চলুন জেনে নেওয়া যাক সেই পূর্বাভাস।