বিজেপির মাদারিহাটের প্রার্থী রাহুল লোহারকে ঘিরে গো ব্যাক স্লোগান। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ। মুজনাই চা বাগান এলাকায় বুথ কেন্দ্রে গিয়েছিলেন রাহুল লোহার। তখন একদল তৃণমূল কংগ্রেস কর্মী বাঁধা দেয় বলে অভিযোগ। এরপরে তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এরপর বিজেপি প্রার্থী গাড়ি থেকে নামলে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তুলে তার ওপরে চড়াও হওয়ার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।