পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা। এই প্রকল্পে ৬০ বছর বয়স হলে সরাসরি তারা ১ হাজার টাকা পাবেন। বুধবার রাজ্য় বাজেট ২০২৩ পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । সেখানেই মহিলা-শক্তি বাড়াতে এই ঘোষণা করেন তিনি। ১.৮৮ কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বরাদ্দ না বাড়লেও বয়সের মেয়াদ বাড়ানো হয়েছে। এর আগে ৬০ বছরের ঊর্ধ্বদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দেওয়া হত না। রাজ্য সরকারের তরফে বার্ধক্য ভাতার আলাদা পরিষেবা রয়েছে। এবার, ৬০ বছরের ঊর্ধ্বদের আলাদা করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন তারা ৬০ বছর অতিক্রম করলে তারা সরাসরি টাকা পাবেন। এক্ষেত্রে, এক হাজার টাকা করে পাবেন। বাজেটে মার্চ থেকে সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ্য ভাতা দেওয়ার কথাও বলা হয়েছে।