রাজ্যে বুধ ও বৃহস্পতিবার শিলাবৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া হইবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মালদা ও দুই দিনাজপুর, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। একই সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা কিছুটা কমবে যার জেরে রাজ্যবাসী কিছুটা স্বস্তিতে থাকবে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা। পশ্চিম বর্ধমান সহ কিছু জেলায় শিলা বৃষ্টিও হওয়ার পূর্বাভাস রয়েছে। দিনের তাপমাত্রার খুব একটা পরিবর্তন না হলেও রাতে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাঁচ জেলার সঙ্গে সঙ্গে নিচের তিন জেলা মালদা দুই দিনাজপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।