হুগলি জেলার ১২ টি পুরসভাতেই সবুজ ঝড়। তারকেশ্বর পুরসভার ১৫ টি ওয়ার্ডের সবকটি তৃণমূলের দখলে। জয়ের উল্লাসে মেতেছে ভদ্রেশ্বর, বিষড়া, শ্রীরামপুর, কোন্নগর, ডানকুনি চুঁচুড়ার তৃণমূল সমর্থকরা।