বৃহস্পতিবার অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থেকে খাতায়-কলমে দেশ থেকেই বিদায় নিল বর্ষা। একাধিক রাজ্যে নিম্নচাপের চোখ রাঙানির মাঝেই এদিন এই নতুন খবর শুনিয়েছে মৌসম ভবন। দক্ষিণবঙ্গের জন্যও আশঙ্কা দূর করে আশার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। দুর্যোগপূর্ণ আবহওয়া এবার কাটতে চলেছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে কাল অথাৎ শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে ভারি বৃষ্টি হবে। গোটা উত্তরবঙ্গেই বৃষ্টি চলবে।