পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ অক্ষরেখাটি আজই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আজ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল অর্থাৎ ১৫ ই আগস্ট দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ১৭ তারিখ থেকে দুর্যোগ আরও বাড়তে পারে উত্তরবঙ্গে।