Weather Update: পুজোয় বৃষ্টি হবে কি হবে না, এটাই রাজ্যবাসীর কাছে সবথেকে বড় প্রশ্ন। কারণ বৃষ্টি হলে আনন্দ মাটি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই তাকিয়ে আকাশের দিকে। আবাহওয়াবিদরা কী জানাচ্ছেন, জেনে নিই। ১০ অক্টোবর উত্তর আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। খানিকটা গভীর হতে পারে। ৪-৫ দিন পর তারপর ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে চলে যাবে বলে মনে করা হচ্ছে। এর ফলে বৃষ্টি বাড়তে পারে ১৩, ১৪ এবং ১৫ অক্টোবর। ফলে উপকূলের জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলোতে ও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হবে।