Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই পুজোর সময় বৃষ্টি হবে কি হবে না, এটাই রাজ্যবাসীর কাছে সবথেকে বড় প্রশ্ন। পশ্চিবঙ্গে আগামী ২ থেকে ৩ দিন ধীরে ধীরে বর্ষা বিদায় নেবে। তবে আন্দামান সাগরে একটি ঘুর্ণাবর্ত তৈরি হয়েছে। সেটি নিম্নচাপে পরিণত হয়ে ওড়িশা ও অন্ধ্র উপকূলের কাছে আসবে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু নিম্নচাপের জন্য ১৩ তারিখ থেকে বৃষ্টি বাড়বে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। ১৪ এবং ১৫ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।