সাইক্লোন অশনির সতর্কতা ছিল আগে থেকেই। তবে এই মুহূর্তে উত্তর আন্দামান সাগর ও সেন্ট্রাল ওয়েতে যে গভীর নিম্নচাপ ছিল সেটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। জানাল আলিপুর আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছে, এই নিম্নচাপটি মায়ানমারের দিকে চলে গেছে। এই নিম্নচাপের প্রভাব কি বাংলায় পড়বে? আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এর কোনও প্রভাব পড়বে না।